সেই ছেলেবেলা

রাজীব কিষাণ

প্রকাশ: ০৯ মে ২০২২, ১২:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফুল পাখি নদী       
ডাকে আয় যদি
যাব এক ছুটে
সব বাঁধা টুটে।

খুব ভোরে ঘাসে
পায়ে পায়ে আসে
লক লকে সুখ
ভরে ওঠে বুক।

ধূলো মাখা গাঁয়ে
বট মূল ছাঁয়ে
সবুজের হাসি
রাখালের বাঁশি।

কুহু কুহু ডাকে
বলে যদি তাকে
ঝাউ ফুল বনে
এসো জনে জনে।

ভাটিয়ালি গান
শেকড়ের টান
আদরের চাষি
বড় ভালোবাসি।

গরুর ঐ গাড়ি
দিয়ে মাঠ পাড়ি
যায় খুব দূরে
কোন এক পুরে।

বাঁশে গড়া সাঁকো
সবে ভালো থাকো
পাল তোলা নাও
সুখে গান গাও।

শালিকের জোড়া
শুভদিনে মোড়া
আমাদের ঘিরে
আসে ফিরে ফিরে।

সেই ছেলেবেলা
বোশেখের মেলা
ঘুরে ফিরে পাড়া
হতো দিশেহারা।

ষড়ঋতু দেশে
যেন বীর বেশে
আসি পুনরায়
এই বাংলায়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh