২১তম টোকিও বৈশাখী মেলা উদযাপিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২২, ১২:৩৮ পিএম

২১তম টোকিও বৈশাখী মেলা। ছবি: সংগৃহীত

২১তম টোকিও বৈশাখী মেলা। ছবি: সংগৃহীত

জাপানের টোকিওতে গতকাল রবিবার (৮ মে) ২১তম বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে।

এবারের বাংলা নববর্ষ পবিত্র রমজান মাসে হওয়ায় ২৪ দিন পর গতকাল এই আয়োজন করেন আয়োজকরা।

গত দুই বছর করোনা মহামারির কারণে টোকিওতে বৈশাখী মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এবারের বৈশাখী মেলাকে ঘিরে তাই জাপানে অবস্থানরত প্রবাসীরা অনেক উচ্ছ্বসিত ছিলেন।

এবছর টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে ওই মেলার আয়োজন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। এরপর উন্মুক্ত অনুষ্ঠান, জাপানি অনুষ্ঠান, ভিআইপি অতিথিদের অভ্যর্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়।

বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তোশিমা সিটি এ মেলার পৃষ্ঠপোষকতা করেছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত শাবুদ্দিন আহামেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোশিমা সিটি মেয়র ইয়ুকিও তাকানো।

এছাড়া মেলায় ডেপুটি মেয়র মিয়ুকি তাকাগিয়া এবং আয়োজক সংগঠন জেবিএস চেয়ারম্যান ওসামু ওৎসুবোসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh