জাউ ভাত বা আটার জুরজুরি অথবা বিশ্বরাজনীতি

মাসুদ পথিক

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৩:৫৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আটার জুরজুরি গলাধঃকরণ করার মুহূর্তে 
লালা ও ক্ষুধার যে ওয়েব তৈরি হয়, গলনালির লাগোয়া আল
পেরিয়ে উড়ছে কত না শকুন, উড়ছে যুদ্ধ বিমান

তার খুব নিকটেই আলসার রাজ্য, হাওয়ার বুদবুদ, আর

অনেক অনিশ্চিত কৃষিজমি
বাবুইপাখি আসে, ঘেমে যায়, নেমে যায় হতাশার মাঠে

শানকি সামনে নিয়ে চাষা তাকায় আকাশে
যুদ্ধ বিমানের সঙ্গে পাল্লা দিয়ে উড়ছে শকুন

পুষি বেড়ালটিও ঘুরে ঘুরে করছে, মিউ মিউ 
খাবারের শানকির দিকে তাকিয়ে, 

দূরে, বাড়ির আউতায় রোদে শুঁকোচ্ছে পিরিয়ডের স্যাঁতস্যাঁতে ত্যানা;
বিছানার সব অতৃপ্তি 

কোথাও
জাউ ভাতের হাড়িতে ডুবে যাচ্ছে জঙ্গলার ক্ষুধার্ত মাছি
ঝাড়ু হাতে তীরে দাঁড়িয়ে কৃষাণী, তথাপি 

তো, ছড়িয়ে পড়ছি হাহাকারগুলি, আবডালে
তৈরি হচ্ছে মোড়ল রাষ্ট্রের বৈশ্বিক বিধিনিষেধ

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh