কক্সবাজারে বিমান অবতরণে ২ ঘণ্টা বিলম্ব

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৯:৩৭ পিএম | আপডেট: ০৯ মে ২০২২, ০৯:৫৫ পিএম

কক্সবাজার বিমানবন্দর। ফাইল ছবি

কক্সবাজার বিমানবন্দর। ফাইল ছবি

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রায় ২ ঘণ্টা দেরিতে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ সোমবার (৯ মে) সন্ধ্যা ৬টা ২ মিনিটে ১৬২ যাত্রী নিয়ে বিমানটি বিমানবন্দরে এসে পৌঁছায়।

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিমানবন্দর থেকে ৩টা ৩০ মিনিটে ১৬২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ছেড়ে আসে। সেটি বিকেল ৪টা ১১ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার সময় ছিল। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় পাইলট বিমানটি অবতরণ অনিরাপদ মনে করেন। একারণে পরে সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

বৈরী আবহাওয়া কেটে গেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে এসে সন্ধ্যা ৬টা ২ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

এদিকে এ বিলম্বের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh