এক গুদামেই মজুদ ২০ হাজার লিটার তেল

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২২, ১০:০৭ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী স্বপন সাজির গোডাউনে অভিযান চালানো হয়। ছবি- সাম্প্রতিক দেশকাল

গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী স্বপন সাজির গোডাউনে অভিযান চালানো হয়। ছবি- সাম্প্রতিক দেশকাল

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের একটি গোডাউন থেকে ১৯ হাজার ৪০০ লিটার সয়াবিন ও এক হাজার লিটার সরিষার তেল জব্দ করেছে পুলিশ প্রশাসন। 

আজ সোমবার (৯ মে) সন্ধ্যার পরে বাগমারা থানা পুলিশ উপজেলার তাহেরপুর বাজারে ওই ব্যবসায়ীর একটি গোডাউনে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করে। 

এসময় স্বপন সাজি নামের ওই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

তিনি বলেন, ‘পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী স্বপন সাজির গোডাউনে অভিযান চালায়। এ সময় ১৯ হাজার ৪০০ লিটার সয়াবিন ও এক হাজার লিটার সরিষার তেল জব্দ করা হয়। এই তেলগুলো অতিরিক্ত দামে বিক্রি করার আশায় ওই ব্যবসায়ী তার গোডাউনে মজুদ করে রেখেছিলেন। তাকে আটকও করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। ’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh