প্রেসিডেন্ট নির্বাচন

৩৬ বছর পর মার্কোস পরিবারের হাতে ফিলিপাইনের ক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২২, ০৮:৫৯ এএম

ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র। ছবি: রয়টার্স

ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র। ছবি: রয়টার্স

৬৪ বছর বয়সী ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র ফিলিপাইনের প্রেসিডেন্ট পদে ৬০ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন।

গতকাল সোমবার (৯ মে) ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দেশটিতে এবার রেকর্ড পরিমাণে ছয় কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন।

ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র ফিলিপাইনের সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে।

এ জয়ের ফলে ফিলিপাইনে ৩৬ বছর পর আবারো একই পরিবারের হাতে ক্ষমতা ফিরে এলো।

সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকিরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন।

মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারান তিনি।

বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর মার্কোস তার সদর দপ্তর থেকে এক ভিডিও বার্তায় বিজয় ঘোষণা না করেই সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। -সূত্র: নিক্কেই এশিয়া

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh