মুখ্যমন্ত্রীর কবিতার ‘ব্যাঙ্গাত্মক’ পাঠ শ্রীলেখার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২২, ০২:৩৮ পিএম

অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কবিতা লেখার সম্মানস্বরূপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পুরস্কৃত করেছে রাজ্যের বাংলা একাডেমি। এনিয়ে হাস্যরস করেছেন অনেকেই। সেই দলে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

আজ মঙ্গলবার (১০ মে) নিজের সোশ্যাল মিডিয়ার আইডিতে মমতা ব্যানার্জি রচিত দুটি কবিতা পাঠ করে শোনান অভিনেত্রী।

এতেই কবিতা পাঠের শ্রীলেখার ওই ‘ব্যাঙ্গাত্মক’ ভিডিও এতোটাই সাবলীলভাবে করেছেন যে নেটিজেনরা রীতিমতো বিস্মিত। আর সেই বিস্ময় প্রকাশ করেছেন মন্তব্য বাক্সে কিংবা ভিডিওটি শেয়ার দিয়ে।

ভিডিওর প্রথমেই শ্রীলেখা বলেন, ‘কে বলে বাঙালি শুধু রবীন্দ্রনাথের কবিতাই পড়ে? কিছুদিন আগে আমরা ২৫ শে বৈশাখ পালন করলাম। এবং এ সত্যই বাংলা অ্যাকাডেমি পুরস্কারে পুরস্কৃত হলেন মমতা ব্যানার্জি। তার নিরলস সাহিত্য চর্চা, কবিতা সাধনার জন্য তাঁকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো। আমি তাঁর প্রতি আমার সম্মান আমার শ্রদ্ধা তাঁর দুটো কবিতা পাঠ করতে চাই... আমি জানি না আমি সঠিক জাস্টিস করতে পারবো কি না, এতো ভালো লেখা উনার, এতো ভালো কবিতা...’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh