হঠাৎ রক্তের মতো লাল হয়ে গেল চীনের আকাশ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২২, ০৯:৩১ এএম

চীনের ঝুসান শহরের আকাশ গত সোমবার (৯ মে) হঠাৎ লাল বর্ণ ধারণ করে। ছবি: সিনহুয়া

চীনের ঝুসান শহরের আকাশ গত সোমবার (৯ মে) হঠাৎ লাল বর্ণ ধারণ করে। ছবি: সিনহুয়া

সম্প্রতি হঠাৎ রক্তের মতো টকটকে লাল বর্ণ ধারণ করেছিলো চীনের আকাশ। গত সোমবার (৯ মে) দেশের ঝুসান প্রদেশে এ ঘটনা ঘটে। ইন্টারনেটে প্রচার হওয়া এক ভিডিওতে সেই দৃশ্য ধরা পড়েছে।

এই ঘটনাকে ঘিরে চীনে নানা রকম জল্পনাও ছড়িয়েছে। কেউ কেউ দাবি করেছেন, আকাশ লাল হয়ে যাওয়ার ঘটনা সঙ্কেত দিচ্ছে কোনো অশুভ কিছু ঘটতে চলেছে।

ঝুসানের এক বাসিন্দা বলেন, ‘এ রকম দৃশ্য আগে কখনো দেখিনি। এই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে ভূমিকম্প হতে চলেছে দেশে।’

কী কারণে আকাশ লাল হয়ে গেল তা খতিয়ে দেখছে ঝুসানের আবহাওয়া দপ্তর। তবে এটা আলোর প্রতিসরণের কারণেই হয়ে থাকতে পারে বলে মনে করছে তারা। কিন্তু বিষয়টি সঠিক কী, তার কারণ খোঁজার চেষ্টা করছেন আবহাওয়াবিদরা।

১৭৭০ সালে এ রকম আকাশ লাল হয়ে গিয়েছিল। টানা নয় দিন ধরে সেসময় লাল হয়ে ছিল আকাশ। পরে জাপানের বিজ্ঞানীরা দাবি করেছিলেন, এটি সৌরজাগতিক ঘটনা। ঝুসানের ঘটনা সেই রকমই কি না তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh