রূপান্তর

ময়ূখ চৌধুরী

প্রকাশ: ১১ মে ২০২২, ০৩:৫৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাক্ষী আছে নদী, জল, ডুবুরি মেঘের জলছবি
সাক্ষী আছে চাঁদ, তারা, পূর্ণিমাশোভিত কালো রাত-
তোমাকে কুসুম নামে ডাকতে ডাকতে আমি প্রায় বৃক্ষ হয়ে গেছি

বিরুদ্ধ বাতাসে একা দাঁড়িয়ে রয়েছি রাতভর
সকালবেলার মতো ফুটে উঠতে আর কতো দেরি?
তোমাকে ধারণ করবো বলে
কতোগুলো বাহু আমি প্রসারিত করেছি আকুল 
সবুজ পাতায় আমি সাজিয়ে রেখেছি ডালপালা।
পাখির ডিমের মতো নিরাপদ অন্ধকারে ঘুমিয়ে রয়েছ,
পক্ষান্তরে আর্তস্বর ‘কুসুম, কুসুম’।
মানুষকে ভয় পাও বলে
তোমাকে ডাকতে ডাকতে আমি প্রায় বৃক্ষ হয়ে গেছি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh