দেশবাসীকে ১০ লাখ গাঁজার চারা দেবে থাই সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২২, ১২:৪০ এএম | আপডেট: ১৩ মে ২০২২, ১০:১৪ এএম

গাঁজা পাতার পরিচর্যা করছেন একজন কৃষক। ছবি- রয়টার্স

গাঁজা পাতার পরিচর্যা করছেন একজন কৃষক। ছবি- রয়টার্স

বৈধভাবে গাঁজার চাষকে উৎসাহিত করতে দেশবাসীকে ১০ লাখ গাঁজা গাছ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। নিজ বাড়িতে লাগানোর জন্য এই চারা দেওয়া হবে। তবে এই গাঁজা শুধু চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করা যাবে।

আজ বৃহস্পতিবার (১২ মে) থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৮ মে “গৃহস্থালী ফসল” এর মতোই গাঁজা চাষের ইচ্ছা প্রকাশ করে ফেসবুক পোস্টের মাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

নতুন নিয়ম কার্যকর হবে আগামী ৯ জুন থেকে। স্থানীয় সরকারকে অবহিত করে যে কেউ বাড়িতেই গাঁজা চাষ করতে পারবেন। তবে শুধু ওষুধ প্রস্তুতের উদ্দেশ্য সাপেক্ষেই গাঁজা চাষের অনুমতি দেওয়া হবে এবং গাছগুলো অবশ্যই মেডিকেল গ্রেড অনুযায়ী হতে হবে। এছাড়া, লাইসেন্স ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার ব্যবহার করা যাবে না।

গাঁজাকে থাইল্যান্ডের একটি অর্থকরী ফসল হিসেবে প্রচারের জন্যই সর্বশেষ এ পদক্ষেপ নিয়েছে সরকার।

এর আগে, ২০১৮ সালে চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজাকে বৈধ ঘোষণা করে থাইল্যান্ড।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh