মদবোঝাই ট্রাক উল্টে যেতেই বোতল লুট!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৮:২০ এএম | আপডেট: ১৩ মে ২০২২, ০৮:২১ এএম

তামিলনাড়ু রাজ্যে মাদুরাইয়ের ভিরাগানুর এলাকায় উল্টে যাওয়া মদবোঝাই ট্রাক। ছবি: আনন্দবাজার পত্রিকা

তামিলনাড়ু রাজ্যে মাদুরাইয়ের ভিরাগানুর এলাকায় উল্টে যাওয়া মদবোঝাই ট্রাক। ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতে তামিলনাড়ু রাজ্যে একটি মদবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই রাস্তায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য মদের বোতল। সেটি দেখে হামলে পড়েছিলেন উপস্থিত লোকজন। যে যেভাবে পারছিলেন মদের বোতল লুট করেন।

গত বুধবার (১১ মে) তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের ভিরাগানুর এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়েছে, মানালুরে একটি গুদাম থেকে মদ নিয়ে সেগুলো নির্ধারিত জায়গায় সরবরাহ করতে যাচ্ছিল ট্রাকটি। ভিরাগানুর এলাকায় মহাসড়কে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় ট্রাকে থাকা মদের বাক্সগুলো রাস্তায় ছিটকে পড়ে। এটি দেখে পথচারীরা দাঁড়িয়ে পড়েন, ছুটে আসেন স্থানীয়রাও। কিন্তু উদ্ধার করা তো দূরে থাক, কে কতগুলো মদের বোতল সংগ্রহ করতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে প্রায় ১০ লাখ রুপির মদ ছিল বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh