নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২২, ০১:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর পোরশায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ মে) সকাল ১০টার ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর পাশে জমিতে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- স্থানীয় পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে জানান পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক।

স্থানীয় ব্যক্তিরা জানান, সকাল থেকে আব্দুস সামাদ ও আব্দুর নূহ ভারতীয় সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে বজ্রপাত শুরু হয়। হঠাৎ একটি বজ্রপাত তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে ওই মাঠে থাকা অন্য কৃষক ও শ্রমিকরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।

পোরশা থানার ওসি বলেন, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। এ সময় জমিতে ধান কাটা অবস্থায় আব্দুস সামাদ ও আব্দুর নূহ বজ্রপাতে মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh