করাচিতে বিস্ফোরণে নিহত ১, আহত ১৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৫:২৬ পিএম

বিস্ফোরণের পর এলাকাটির নিয়ন্ত্রণের নেয় প্রশাসন। ছবি- দ্যা ডন

বিস্ফোরণের পর এলাকাটির নিয়ন্ত্রণের নেয় প্রশাসন। ছবি- দ্যা ডন

পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে ১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজে এ তথ্য প্রকাশ করা হয়। 

দেশটির ডেপুটি ইন্সপেক্টর শারজিল জানিয়েছেন, বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই স্থানের আশেপাশের ভবনের জানালার কাঁচ ভেঙ্গে যায়। 

বিস্ফোরণে নিহত ব্যক্তির নাম ওমর সিদ্দিকি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। করাচির প্রশাসক মুর্তজা ওয়াহাব জিন্নাহ আহতদের হাসপাতালে দেখতে যান। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বাইসেকেলে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। আইইডি থেকেই বিস্ফোরণ ঘটে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh