কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ১০:৩৮ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। 

গতকাল শুক্রবার (১৩ মে) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামার পর তিনি নিখোঁজ হন বলে তার বন্ধুরা জানান।

পরে জহিরের নিখোঁজের বিষয়টি টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানো হয়। কিন্তু গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

জহিরের বন্ধু সাকিব হাসান জানান, তারা পাঁচ বন্ধু গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগড়া থেকে কক্সবাজারে পৌঁছান। এরপর সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। 

জহিরের খালাতো ভাই শামসুল জানান, তিনি ও জহির এক সাথে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নেমে গেলেও জহির সাঁতার না জানায় তিনি পেছনে কোমর পানিতে ছিলেন। এর ঘণ্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে টুরিস্ট পুলিশকে জানান। 

টুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং বিকেলে লাইফগার্ড কর্মীদের জানানো হয়।

এসময় সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত লাইফগার্ড কর্মী মো. শুক্কুর জানান, গতকাল দুপুরে ভাটার সময় সাগরে বেশ স্রোত ছিল। তবে কোনো পর্যটকের ডুবে যাওয়ার ঘটনা তাদের চোখে পড়েনি। নিখোঁজের সংবাদটি পাওয়ার সাথে সাথে লাইফগার্ডের সবকটি ওয়াচ টাওয়ারে জানানো হয়েছে।

টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হলেও রাত দশটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh