মুশফিকের বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়: নান্নু

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২২, ০২:১০ পিএম

মুশফিকুর রহিম। ফাইল ছবি

মুশফিকুর রহিম। ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে দুইটি টেস্ট খেলার পর পরই জাতীয় দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেবেন। সম্প্রতি ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজটিই হতে যাচ্ছে জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি ফরম্যাটে শেষ সিরিজ। 

এ গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মুশফিকের বিষয়ে এখনোই কোনো সিদ্ধান্তে নিতে চাচ্ছেন না বিসিবি। এমনকি এ বিষয়ে মিস্টার ডিপেন্ডেবলের সাথে নির্বাচকদের কোনো প্রকার আলোচনাও হয়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ফরম্যাটেই খেলবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তারপর এশিয়া কাপ ও বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। সেই মোতাবেক ক্যারিবিয়ান সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার কথা ভাবছেন জাতীয় দলের এই নির্বাচক।

নান্নু বলেন, ‘প্রস্তুতির জন্য আমাদের হাতে বেশি ম্যাচ নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজ আছে। তারপর এশিয়া কাপ, তারপর ওয়ার্ল্ডকাপ। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে। দলতো দ্বিতীয় টেস্টের মাঝেই দিতে হবে কারণ ওয়েস্ট ইন্ডিজ এমন একটা জায়গা যেখানে লজিস্টিকের অনেক কাজ থাকে।’

সিরিজ চলাকালীন অন্য সিরিজের দল ঘোষণার কারণে স্বভাবতই বাদ পড়ে যাওয়া ক্রিকেটারদের চলতি সিরিজে পারফরম্যান্স করা নিয়ে সন্দেহ জাগে। সন্দেহ জাগাটাই স্বাভাবিক। তবে নান্নু মনে করেন ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত থেকে এসব পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সব কিছু ঠিক থাকলে ঢাকা টেস্টের আগেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ফরম্যাটের দল ঘোষণা করবে বিসিবি। সিরিজটি খেলতে জুনের প্রথম সপ্তাহে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh