প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৩:১৭ পিএম

আসামি গ্রেপ্তারের সময় উদ্ধারকৃত মোবাইল ও অস্ত্র। ছবি: নোয়াখালী প্রতিনিধি

আসামি গ্রেপ্তারের সময় উদ্ধারকৃত মোবাইল ও অস্ত্র। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে পাঁচটি লিখিত স্ট্যাম্প, ৭টি চেক ও ২৪টি মোবাইল সেটসহ জিম্মি করে চাঁদা আদায়কারী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।  

গ্রেপ্তারকৃত টিপু সুলতান চৌধুরী (৪৪) চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউনুছ পাটেয়ারি বাড়ির মৃত আবদুল লতিফ চৌধুরীর ছেলে, প্রতারক চক্রের আরেক সদস্য তাজনাহার আক্তার রত্না (৩৪) সদর উপজেলার পশ্চিম রাজারামপুর গ্রামের সেলিমের বাড়ির সোহেল রানার স্ত্রী ও অস্ত্রধারী মো. সুমন ওরফে জম সুমন (৩৬) সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে।

আজ শনিবার (১৪ মে) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাত দেড়টার দিকে সন্ত্রাসী জম সুমনকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদী বাজারের আমানিয়া হোটেল থেকে টিপু সুলতান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে রত্নাকে গ্রেপ্তার করে পুলিশ।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh