‘আল জাজিরার সাংবাদিক হত্যা ইসরায়েলি বাহিনীর বর্বরতার দৃষ্টান্ত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৬:৪২ পিএম | আপডেট: ১৪ মে ২০২২, ০৭:৩০ পিএম

জাতীয় নারী আন্দোলনের লোগো।

জাতীয় নারী আন্দোলনের লোগো।

ফিলিস্তিনের পশ্চিম তীরে খবর সংগ্রহের সময় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর বর্বরতার দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নারী আন্দোলনের নেতৃবৃন্দ। 

আজ শনিবার (১৪ মে) সংগঠনের সভাপতি সভাপতি মিতা রহমান, সহ-সভাপতি জীবন নাহার, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সম্পাদক আনোয়ারা বেগম ও সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন। 

তারা বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে খবর সংগ্রহের সময় আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরুষোচিত।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ঠান্ডা মাথায় এ হত্যাকাণ্ড ইসরায়েলের নিষ্ঠুর বর্বরতারই এক নজির। ইসরায়েল দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী ফিলিস্তিনের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এ হত্যাকাণ্ড তা থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তারা বলেন, শিরিন আবু আকলেহ দায়িত্ব পালন অবস্থায় তাকে মাথায় গুলি করে পৈশাচিকভাবে হত্যা বিশ্ব ইতিহাসে ইসরায়েলি বাহিনীর একটি কালো অধ্যায় হিসেবে যুক্ত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh