রাজশাহীতে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৭:১২ পিএম

গ্রেপ্তারকৃত শিবির নেতাকর্মীরা। ছবি: রাজশাহী প্রতিনিধি

গ্রেপ্তারকৃত শিবির নেতাকর্মীরা। ছবি: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে জিহাদী বইসহ শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহীর কর্ণহার থানার শিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রবিউল আলম জানান, রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কর্ণহার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি উসামা রায়হান (২৭), সাংগঠনিক সম্পাদক সিফাত আলম (২৬), পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম (২৭), সহকারী প্রকাশনা সম্পাদক মো. সালাউদ্দিন (২৫), শিবিরের কর্মী মিকদাদ হোসেন ওরফে তোহা (২৬) এবং আবদুর রহমান (২২)।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার মো. আরেফিন জুয়েল জানান, রাজশাহী মহানগর এলাকায় নাশকতার গোপন বৈঠকের সময় শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ নিয়ে কর্ণহার থানায় একটি মামলা করা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh