জন্মদিনে ভক্তদের কাছে আবদার সানি লিওনির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৭:৫২ পিএম | আপডেট: ১৪ মে ২০২২, ১০:৪২ পিএম

সানি লিওনি। ছবি- ওয়ান ইন্ডিয়া

সানি লিওনি। ছবি- ওয়ান ইন্ডিয়া

noঅতীত অন্ধকারের জীবনকে ফেলে বলিউডে আলো ছড়াচ্ছেন সানি লিওনি। তবুও নিন্দুকেরা সুযোগ পেলেই দুই কথা শুনিয়ে দেন তাকে। এসবে অবশ্য কান দেন না নায়িকা। বরং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন এই ‘বেবি ডল’। সম্প্রতি তিনি পার করেছেন ৪১ তম জন্মদিন। 

এ উপলক্ষে দিনভর ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এরই জবাব হিসেবে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সানি।

নিজের ফ্যাশন নিজেই বাছাই করেন সানি লিওনি।

এতে সবাইকে ধন্যবাদ জানিয়ে করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সবাইকে অবশ্যই মাস্ক পড়ার অনুরোধ জানান তিনি।

মহেশ ভাটের জিসম ২ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু সানি লিওনির। তবে তিনি এর আগেই জনপ্রিয়তা পান বিগ বসে অংশ নিয়ে।

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন বলিউডের বেবি ডল

শুরুর দিকে ঠিকঠাক হিন্দি বলতে না পারলেও বর্তমানে অনর্গল কথা বলতে পারেন তিনি। এজন্যে বহু জনপ্রিয় শো সঞ্চালনা করে থাকেন নায়িকা।

যদিও এখনো পুরনো পেশার জন্য তাকে প্রচুর গালিগালাজ শুনতে হয়। তবে তার মানবিক কাজকর্ম অবাক করবে যে কাউকে।

সারোগেসির মাধ্যমে আশের ও নোয়া নামে দুই ছেলের জন্ম দেন তারা। এছাড়া আগে  নিশা কৌর ওয়েবার নামে এক সন্তানকে দত্তক নেন এই দম্পতি

স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখের সংসার সানি লিওনির। এরমধ্যে প্রথম স্নতান নিশাকে দত্তক নিয়েছিলেন তিনি।

এছাড়াও বিভিন্ন সমাজসেবী সংস্থা ও প্রাণী সুরক্ষা নিয়েও কাজ করে থাকেন তিনি।

২০১৮ সালে সানি লিওনি তাঁর প্রসাধনী ব্র্যান্ড স্টার স্ট্রাক কসমেটিকস চালু করেন

এমনকি প্রায় এক বছর ধরে দিল্লিতে দিনে প্রায় ১০ হাজার পরিযায়ী শ্রমিককে ডাল, ভাত, রুটি খাওয়ানোর ব্যবস্থা করেছেন সানি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh