তিস্তা বাঁচাও ভাঙন ঠেকাও কনভেনশন

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৮:০১ পিএম

তিস্তা কনভেনশনের শোভাযাত্রা। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

তিস্তা কনভেনশনের শোভাযাত্রা। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

‘তিস্তা বাঁচাও- ভাঙন ঠেকাও’ এই শ্লোগানে তিস্তা মহা-পরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ‘তিস্তা কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ডিগ্রি কলেজ মাঠে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। 

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কনভেনশনে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী। এ কনভেনশনে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। 

এতে আরো বক্তব্য রাখেন- তিস্তা বাঁচাও  নদী বাঁচাও সংগ্রাম পরিষদের লালমনিরহাট সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. এস এম শফিকুল ইসলাম কানু প্রমুখ। 

এসময় বক্তারা তিস্তা নদী ও তিস্তার মানুষ বাঁচাতে প্রধানমন্ত্রী ঘোষিত তিস্তা মহা-পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তিস্তা কনভেনশনে তিস্তা চুক্তি সম্পন্ন, নৌ চলাচল পুনরায় চালু, তিস্তা নদী দখলমুক্ত, তিস্তা ভাঙন রোধ, কৃষক সমবায় ও কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলাসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। 

কনভেনশনে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী থেকে তিস্তা মহা-পরিকল্পনার দাবিতে মানুষ শোভাযাত্রাসহ ওই কনভেনশনে যোগ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh