খাবার খেয়ে বিকেএসপির ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৮:৪৬ পিএম

হাসপাতালে ভর্তি অসুস্থ শিক্ষার্থীরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

হাসপাতালে ভর্তি অসুস্থ শিক্ষার্থীরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

খাবার খেয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক কেন্দ্রের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ থাকায় তাদেরকে  হাসপাতালে ভর্তি করা হয়। 

কক্সবাজারের রামুর বিকেএসপিতে এ ঘটনা ঘটে। 

বিকেএসপি কক্সবাজারের আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আতিকুজ্জামান রুশু জানান, শুক্রবার রাতের খাবার খাওয়ার পর থেকে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। 

আজ শনিবার (১৪ মে) তাদের অবস্থার অবনতি হলে বিকেলে ১৫ জনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অসুস্থ শিক্ষার্থীরা উত্তরের জেলাগুলোর বাসিন্দা।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, ১৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পেট ব্যথা ও ডায়রিয়ার চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা উন্নতি হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh