ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফাঁদ, গাড়ি থামালেই বিপদ!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৮:৫২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভবেরচরে। ফেসবুকে শুক্রবার (১৩ মে) রাতে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, মহাসড়কে একটি পিকআপ ভ্যান আড়াআড়িভাবে দাঁড় করানো।  এতে গতি কমে আসে এ পথে চলাচলকারী যানবাহনের। তখন কয়েকজন যুবক গাড়িতে ঢিল ছোড়ে। একজনের হাতে লাঠিও ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী নাফিজুল হকের মুখে শুনুন সে দিনের ভয়াবহ অভিজ্ঞতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh