কুষ্টিয়ায় হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৯:৩৭ পিএম | আপডেট: ১৪ মে ২০২২, ০৯:৩৮ পিএম

হেরোইনসহ আটককৃত মাদক ব্যবসায়ী। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

হেরোইনসহ আটককৃত মাদক ব্যবসায়ী। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আজ শনিবার (১৪ মে) দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শহরের কোর্টপাড়ার (হাজী আব্দুর রাজ্জাক লেন) বাসিন্দা মৃত বাহার উদ্দিনের ছেলে মো. নুর উদ্দিন, এসসিবি রোড বড় বাজার এলাকার বাসিন্দা মৃত আতিয়ার রহমানের ছেলে মাহমুদুল হাসান (৩৫) ও আড়ুয়াপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. ফরহাদ হোসেন।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ২ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটককৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদের কুষ্টিয়া জেলার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh