চট্টগ্রাম টেস্ট : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২২, ১০:০৮ এএম

টসে কয়েন ছুড়ছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ছবি : সংগৃহীত

টসে কয়েন ছুড়ছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ রবিবার (১৫ মে) টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। ফিল্ডিং করবে বাংলাদেশ। সকাল ১০টায় ম্যাচ শুরু হয়।

খেলবেন কী না, এই শঙ্কা কাটিয়ে গতকাল শনিবারই (১৪ মে) খেলার ঘোষণা দেন সাকিব আল হাসান। করোনাভাইরাস নেগেটিভ হওয়া সাকিবকে দলে পেয়ে খুশি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকও।

চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। দুজন পেসার শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের সঙ্গে আছেন বাাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান। 

তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াকে সামলানো।

বাংলাদেশ একাদশ

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ 

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চন্ডিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো এবং অসিথা ফার্নান্দো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh