বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২২, ০২:১৬ পিএম

লাঞ্চের আগে স্পিনার নাঈম হাসান একাই শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিয়েছেন। ছবি: সংগৃহীত

লাঞ্চের আগে স্পিনার নাঈম হাসান একাই শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিয়েছেন। ছবি: সংগৃহীত

দুই উইকেট তুলে নিয়ে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সূচনা করেন স্পিনার নাঈম হাসান। এক বছরেরও বেশি সময় পর টেস্ট একাদশে জায়গা পেয়ে নাঈম নিজের জাত চেনান শুরুতেই। তবে লঙ্কানদের শুরু থেকেই কম রানে আটকে রাখার যে স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগাররা কুশল মেন্ডিসের ফিফটিতে সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে।

দিনের শুরুতেই টসে হেরে বোলিংয়ে নামে টাইগাররা। প্রথম সেশনে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন ওশাদা ফার্নান্দো এবং অধিনায়ক দিমুথ করুনারত্নে। দলগত ২৩ রানে নাঈম হাসানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাত্র ৯ রানেই সাজঘরে ফেরেন করুনারত্নে।

কুশল-ম্যাথিউস মিলে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন। ছবি: সংগৃহীত

এরপর ওশানাকে সাথে নিয়ে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান কুশল মেন্ডিস। দলগত ৬৬ রানে ওশানাও নাঈমের বোলিংয়ে কাবু হন। আউট হওয়ার আগে করেন ৩৬ রান। প্রথম সেশনের শুরুতেই দুই উইকেট পেয়ে ভালো করার আভাস দেয় বাংলাদেশ। তবে, আর উইকেট পড়েনি। ৭৩ রানে দুই উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় দুই দল।

লাঞ্চের পরেও টাইগাররা আর কোনো উইকেট শিকার করতে পারেনি। দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ১৪০ রান করেছে। বিরতির পর লঙ্কানরা আরো আগ্রাসী হয়ে উঠেছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস মিলে ৭১ রানের জুটি গড়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh