গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৩:০১ পিএম

নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর সদর উপজেলায় একটি প্রাইভেট স্কুলে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রবিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর সংলগ্ন আল ফারুক একাডেমির দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিক গ্রেপ্তারকৃতদের নাম ঠিকানা জানা যায়নি।    

পুলিশ বলছে, তারা ওই একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আজ রবিবার দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সুধারাম থানা এলাকার মাইজদী আল ফারুক একাডেমির দ্বিতীয় তলায় সরকার বিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হন। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈঠক চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও সুধারাম থানার ওসি আল ফারুক একাডেমিতে অভিযান চালিয়ে ৪৫ জন জামায়াতে ইসলামী নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছে সমাজে ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে পারে এমন বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে, ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ওই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। 

এ বিষয়ে আরো অনুসন্ধানসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসপি মো. শহীদুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh