‘সেনা অভ্যুত্থানে’ পুতিনের পতনের সম্ভাবনা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৩:০৮ পিএম

মেজর জেনারেল কিরিলো বুদানভ।

মেজর জেনারেল কিরিলো বুদানভ।

সেনা অভ্যুত্থানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরানো হবে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ।

তিনি বলেন, পুতিনকে সরাতে এরইমধ্যে প্রক্রিয়া চলছে। কোনোভাবেই এই সেনা অভ্যুত্থান থামানো যাবে না।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সরসারি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইউক্রেনের এই সামরিক কর্মকর্তা বলেন, রাশিয়ার সরকারের পতনের দিন আসছে। এ বিষয়ে কাজ চলছে। তারা পরিকল্পনা মাফিক সামনে এগিয়ে যাচ্ছে।

এছাড়া পুতিন শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছেন বলেও মন্তব্য করেন মেজর জেনারেল কিরিলো বুদানভ।

এসময় তিনি জোর গলায় দাবি করেছে, তিনি কোনোরকম প্রোপাগাণ্ড ছড়াচ্ছেন না।

তবে রাশিয়া এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh