ধূম্রলোচন

ননী গোপাল চন্দ্র দাশ

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৩:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নাম কী তোমার? ধূম্রলোচন,
ডাকে সবাই বহুবচন।
এই যে আমার দুইটা গাই,
গুণে ওদের কমতি নাই।

যেমন দিবে দুধ ন’কেজি,
দেখতে দারুণ আর কী তেজী!
আর কী বলি বলুন ভাই,
এদের নিয়ে হাটে যাই।

গাইয়ের দেখি ঠ্যাং খোড়া!
অন্ধ কানা নয় ওরা।
দেখতে পেলে যায় হেঁটে,
এই যুগে কেউ খায় খেটে?
আপনি ক্রেতা নন সোজা,
মুখটা দেখলেই যায় বোঝা।
ছাড়ুন তো ভাই ছাড়ুন পথ,
ব্যবসা আমার নয় অসৎ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh