শপথ নিলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৩:৩২ পিএম | আপডেট: ১৫ মে ২০২২, ০৩:৩৫ পিএম

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা। ছবি- সংগৃহীত

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা। ছবি- সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা।

আজ রবিবার (১৫ মে) আগরতলার রাজ ভবনে ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য্য তাকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে গতকাল বিজেপির রাজ্য কমিটির অন্তর্দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এরপরেই মানিক সাহাকে নতুন মুখ্যমন্ত্রী করার ঘোষণা দেয় বিজেপি। 

এছাড়া তাকে দলের সংসদীয় কমিটির নতুন নেতা হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৬ সালে কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন মানিক সাহা। রাজ্য বিধানসভা নির্বাচনে যাওয়ার আগে তাকে ২০১৮ সালে দলের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছিল, যেখানে জাফরান দল সিপিআই(এম)-কে পরাজিত করেছিল। পরে ২০২০ সালে বিজেপির রাজ্য কমিটির সভাপতির দায়িত্বও দেওয়া হয় তাকে।

৬৯ বছর বয়সী ডেন্টাল সার্জারির অধ্যাপক মানিক সাহা আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপির নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh