আসামি ধরতে গিয়ে হামলায় কবজি বিচ্ছিন্ন কনস্টেবলের

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৩:৫২ পিএম

আহত কনস্টেবল মো. জনি। ছবি : চট্টগ্রাম প্রতিনিধি

আহত কনস্টেবল মো. জনি। ছবি : চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় হাতের কবজি হারালেন লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

আজ রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-  কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছাম্মৎ নাছিমা জানায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে ধারালো দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ আরো জানায়, স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh