যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৪:১৫ পিএম | আপডেট: ১৫ মে ২০২২, ০৪:১৯ পিএম

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের কুসুমপুরে সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনি, হৃদরোগ, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্যি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এ চিকিৎসা ক্যাম্পেইনে তিন হাজার ৯৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। একই সাথে চোখের সমস্যায় ভুগছেন এমন রোগীদের বিনামূল্যে অপারেশন করার জন্য ৩৪৭ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। 

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিকটস্থ শাখাগুলোর কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh