উখিয়ায় ১ লাখ ৭৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:০৮ পিএম

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া থেকে ১ লাখ ৭৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

গতকাল রবিবার (১৫ মে) রাতে কক্সবাজার জেলার উখিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ঢাকার র‌্যাব-৩ এর একটি দল। 

আটক মাদক ব্যবসায়ী মো. জানে আলম (২৬)। সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর বাসিন্দা। 

আজ সোমবার (১৬ মে) দুপুরে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, মাদক ব্যবসায়ীরা ইয়াবার বড় চালান কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য বাড়িতে মজুত করে রেখেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ মে) বিকেল থেকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এলাকায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে মাদক ব্যবসায়ী জানে আলমকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ এবং বসতবাড়ি তল্লাশি করে একটি সাদা বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৭৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জানে আলম জানান, তিনি পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh