ইউক্রেনে অভিযানে নিহত অন্তত ২৩ সাংবাদিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:২৬ পিএম

ইউক্রেনে নিহত রাশিয়ান সাংবাদিক ওকসানা বাউলিয়ানা, ফক্স নিউজের ক্যামেরা পিয়েরে জারজেয়স্কি ও আমেরিকান প্রামাণ্যচিত্র নির্মাতা ব্রেন্ট রেনাদ। ছবি- ভয়েস অব আমেরিকা

ইউক্রেনে নিহত রাশিয়ান সাংবাদিক ওকসানা বাউলিয়ানা, ফক্স নিউজের ক্যামেরা পিয়েরে জারজেয়স্কি ও আমেরিকান প্রামাণ্যচিত্র নির্মাতা ব্রেন্ট রেনাদ। ছবি- ভয়েস অব আমেরিকা

রাশিয়ার অভিযান চলাকালে ইউক্রেনে অন্তত ২৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

ইউক্রেনের সাংবাদিক ইউনিয়নের বরাতে আজ সোমবার (১৬ মে) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনিয়ান ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টের সদস্য সার্জিয় টমিলেনকোর বলেন, রুশ দখলদাররা সরাসরি মিডিয়াকর্মীদের টার্গেট করেছে। সাংবাদিকদের গাড়িতে গুলি করে হত্যা করেছে এবং সবকিছু লুট করে নিয়ে গেছে তারা।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সংগঠনের কার্লোস মার্টিনেজ ডি লা সেরনা বলেন, সাংবাদিকেরা মূলত তাদের দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে পারি ৭ সাংবাদিক দায়িত্বরত অবস্থায় নিহত হয়েছেন।

ইউক্রেনের ডিজিটাল সম্প্রচার মাধ্যম হরোমাডস্কির সাংবাদিক আনাসটাসিয়া স্টানকো বলেছেন, নিহত সাংবাদিকেরা জনগণের নিরাপত্তার বিষয়ে তথ্য জানানোর কাজ করছিলেন। এখনও সাংবাদিকেরা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। তখন থেকেই ঝুঁকি নিয়ে ইউক্রেনে দায়িত্ব পালন করছেন বলে দাবি সাংবাদিকদের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh