ব্যাট হাতে বিয়ের সাজে পাকিস্তানি ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৩:২৪ পিএম | আপডেট: ১৭ মে ২০২২, ০৩:২৭ পিএম

কাইনাত ইমতিয়াজ। ছবি: ইন্সটাগ্রাম

কাইনাত ইমতিয়াজ। ছবি: ইন্সটাগ্রাম

বিশ্বজুড়ে ব্যাট হাতে বিয়ের ফটোশুট করে পাকিস্তানের নারী ক্রিকেট দলের অলরাউন্ডার কাইনাত ইমতিয়াজ আলোড়ন সৃষ্টি করেছেন। ২৯ বছর বয়সী কাইনাত গত ৩০ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি বিয়ের দিনে তোলা লাল রঙের ট্র্যাডিশনাল আউটফিট পড়া অবস্থায় ব্যাট হাতে বিভিন্ন ভঙ্গিমার ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তিনি। নেট দুনিয়ায় ছবিগুলো আলোচনার সৃষ্টি করেছে।

জাতীয় দলের অনেক সতীর্থরা কাইনাতকে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় আছেন অধিনায়ক বিসমাহ মারুফ, ফতিমা সানা, সিদারা নওয়াজ ভাট্টি, মুনিবা আলি, মারিনা ইকবাল প্রমুখ। 

ব্যাটিংয়ের পোজ দিয়ে ছবি তুলেছেন কাইনাত ইমতিয়াজ। ছবি: ইন্সটাগ্রাম

কাইনাত ইমতিয়াজ অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি সৌন্দর্যের জন্যও রীতিমতো আলোচিত। গত বছর তাকে ‘সি ক্যাটাগরি’তে চুক্তিবদ্ধ করেছে পিসিবি।

পাকিস্তানের হয়ে ১৫ টি-টোয়েন্টি ম্যাচে ১২৮ রান করেছেন কাইনাত। নিয়েছেন ৯টি উইকেট।

বিয়ের সাজে বল ছুড়ে মারেন কাইনাত ইমতিয়াজ। ছবি: ইন্সটাগ্রাম

এই অলরাউন্ডারের ছোটবেলায় নাকি ক্রিকেটার হওয়ার কোনো স্বপ্ন ছিল না। ২০০৫ সালের পর থেকে ক্রিকেট খেলা শুরু করেন তিনি।

বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কাইনাত। তবে মাঠেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh