বিদ্যালয়ের ফ্যান পড়ে ৪ ছাত্রী আহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৫:৩৩ পিএম

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ফ্যান খুলে পড়ে চার ছাত্রী আহত হয়েছেন। 

আজ বুধবার (১৮ মে) দুপুর দেড়টার সময় ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- নবম শ্রেণীর হিতৈষী রায়, সাবিহা, জাহান এরিনা ও সিফা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আওয়াল জানান, নবম শ্রেণিতে সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাস চলছিল। এসময় দুপুর দেড়টার সময় নবম শ্রেণির শ্রেণিকক্ষ থেকে ছাত্রীদের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে চার ছাত্রী আহত হয়েছেন। আহত ছাত্রীদের মধ্যে হিতৈষী রায়ের কপালে কেটে যায়। বাকী তিন ছাত্রী হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাৎক্ষণিক আহত চার ছাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত তিন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং হিতৈষী রায়ের কপালে সেলাই দেয়া হয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চার ছাত্রীকেই বাড়ি পাঠানো হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অসুস্থ রংপুরে চিকিৎসা নিচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh