সাক্কুকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৮:১০ পিএম | আপডেট: ১৯ মে ২০২২, ০৮:১৪ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রতি এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মনিরুল হক সাক্কু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এবারো কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লার বর্তমান সিটি মেয়র সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিরও সাবেক যুগ্ম সম্পাদক। বিএনপি থেকে পঠানো বার্তায় বলা হয়েছে, তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এখন থেকে দলের নেতাকর্মীদের মনিরুল হক সাক্কুর সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে বার্তায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh