যেসব অ্যাপ চুরি করছে ফেসবুকের পাসওয়ার্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:৪৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নতুন ফিশিং অ্যাটাকের খবর শোনা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক করছে হ্যাকাররা। 

সম্প্রতি ২০০টিরও বেশি অ্যাপের মধ্যে স্পাইওয়্যারের খোঁজ পেয়েছে বিশেষজ্ঞরা। এর মধ্যে কিছু অ্যাপ ১ লাখেরও বেশি বার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে।

গুগল সবাইকে সতর্ক করেছে। পাশাপাশি তাদের প্লে স্টোর থেকেও সরিয়ে নিয়েছে। যদিও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে .apk ফাইলের মাধ্যমে এই অ্যাপগুলো এখনও অ্যানড্রয়েড ফোনে ইনস্টল করা যায়।

ট্রেন্ড মাইক্রো নামে একটি সাইবার সিকিউরিটি অ্যাপ এই স্পাইওয়্যারসহ অ্যাপগুলোর নাম প্রকাশ করেছে।

  • ডেইলি ফিটনেস ওএল।
  • প্যানোরমা ক্যামেরা।
  • বিজনেস মেটা ম্যানেজার
  • ওয়াম ফটো।
  • এনজয় ফটো এডিটর।
  • ক্রিপ্টো মাইনিং ফার্ম ইউর ওউন কয়েন।
  • ফটো গেমিং পাজেল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh