ওমান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২২, ০৩:৪৩ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। ছবি- পার্সটুডে

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। ছবি- পার্সটুডে

রাষ্ট্রীয় সফরে ওমান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি।

আগামীকাল সোমবার (২৩ মে) একটি বিশেষ বিমানে তিনি এ সফরে যাবেন।

ওমানের সুলতান বিন তারিক আল সাঈদের আমন্ত্রণে তিনি এ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। খবর আল-আরাবিয়ার।

ওমান সফরকালে প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ প্রতিনিধিদল ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে।

ওমানের আল-আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সেখানে তিনি দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ইরানীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওমান সফরের সময় প্রেসিডেন্ট রাইসি বেশকিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।

সুলতান কাবুস বিন সাঈদ আল-সাঈদের মৃত্যুর পর ২০২০ সালের জানুয়ারিতে হাইসাম বিন তারিক আল সাঈদ ওমানের সুলতান নিযুক্ত হন।

গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির প্রথম ওমান সফর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh