কাশ্মীরে টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২২, ০৭:০৭ পিএম | আপডেট: ২৩ মে ২০২২, ১১:৩১ এএম

টানেল ধসে বহু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ছবি :এনডিটিভি

টানেল ধসে বহু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ছবি :এনডিটিভি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নির্মাণাধীন একটি টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবার (২১ মে) শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা ওই মৃতদেহ খুঁজে পান। 

নিহতদের মধ্যে পাঁচজন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের, একজন আসাম রাজ্যের, দুইজন জম্মু-কাশ্মীরের স্থানীয় বাসিন্দা ও বাকি দুইজন প্রতিবেশী দেশ নেপালের নাগরিক।

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ মে) জম্মু-কাশ্মীরের রাম্বান জেলায় এই দুর্ঘটনা ঘটে। পরে দীর্ঘ ৩৬ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতেরা টানেলটিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। - আল-জাজিরা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh