আগামী কান উৎসবে থাকবে বাংলাদেশের স্টল: তথ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:৫৯ পিএম

চলচ্চিত্র উৎসব ঘিরে ফ্রান্সের কান শহরের সমুদ্রসৈকতে ভিন্ন আমেজ

চলচ্চিত্র উৎসব ঘিরে ফ্রান্সের কান শহরের সমুদ্রসৈকতে ভিন্ন আমেজ

আগামী বছর থেকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে জানিয়েছেন ফ্রান্সে সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রবিবার (২২ মে) কান উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোও হয়।

এর আগে বৃহস্পতিবার উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে যৌথভাবে মুজিব: একটি জাতির রূপকার সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহমুদ।

মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘‌কান উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের বাজারসংশ্লিষ্ট বিভাগ ‘মার্শে দ্যু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক প্রচেষ্টা ও সবার মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সে কারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব।’

সিনেমা শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্টফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনই আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh