খাগড়াছড়িতে ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ১০:০৯ পিএম

ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালত পৃথক কয়েকটি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার ৬০৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন। 

সেই সাথে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও উদ্ধারকৃত তেল পূর্বের দামে খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন।

আজ রবিবার (২২ মে) দুপুরে অভিযান পরিচালনাকারী অতিরিক্ত জেলা প্রশাসক কাজী কে.এম ইয়াসির আরাফাত জানান, শহরেরনিজাম স্টোরের গুদামে ফের অভিযান চালিয়ে ২ হাজার ৪ লিটার সয়াবিন তেল ও মেয়াদত্তীর্ণ পণ্য উদ্ধার করা হয়। এসময় তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এর আগে গত ১২ মে একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার ৭০০ লিটারসয়াবিন তেল উদ্ধার ও ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত খাগড়াছড়ি শহরের জাফর স্টোরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল উদ্ধার করে। অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh