রাবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় আহত ২

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২২, ০৮:৪৮ পিএম

আহতদের রামেকে ভর্তি করা হয়েছে। ছবি- রাবি প্রতিনিধি

আহতদের রামেকে ভর্তি করা হয়েছে। ছবি- রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় দুজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্টে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেজোয়ান ও যুগ্ম আহ্বায়ক এমএ তাহের রহমান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন কিছু নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি কাবিরুজ্জামান রুহুল ও শহীদ সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাকিলসহ ১০/১২জন ছাত্রলীগের নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিহত করতে না পেরে দ্রুত পালিয়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আমাদের আহ্বায়ক কমিটির সদস্যরা একাডেমিক কাজে ক্যাম্পাসে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাদের কয়েকজন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এরমধ্যে দুইজন গুরুতর আহত হয়ে রামেকে চিকিৎসাধীন রয়েছেন।

সুলতান আহমেদ রাহী আরো বলেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা এই সংগঠন নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে আড্ডার নামে জমায়েতের চেষ্টা করে৷ এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদেরকে প্রতিহত করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh