মাঙ্কিপক্সের রোগী শনাক্তের ঘটনা গুজব : বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ১২:১৫ পিএম

বিএসএমএমইউ’র শহীদ মিল্টন হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : সাম্প্রতিক দেশকাল

বিএসএমএমইউ’র শহীদ মিল্টন হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : সাম্প্রতিক দেশকাল

বাংলাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই। সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা পুরোপুরি গুজব। বাংলাদেশে এখনো এই রোগের কোনো রোগী শনাক্ত হয়নি।  

আজ মঙ্গলবার (২৪ মে) বিএসএমএমইউ’র শহীদ মিল্টন হলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, গতকাল সোমবারের (২৩ মে) এ ঘটনা পুরোপুরি গুজব। এটি আমাদের নজরে আসার পর আমরা সাথে সাথে খোঁজ নেয়া শুরু করি। পাশাপাশি আমরা ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের কাছে মৌখিক সাহায্য চাই। 

তিনি আরো বলেন, তখন আমরা জানতে পারি নোয়াখালী জেলার সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের ফেসবুক ওয়ালে এ পোস্ট পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আমরা তার সাথে যোগাযোগ করি। তখন আমরা জানতে পারি তিনি এ ধরনের কোনো স্ট্যাটাস দেয় নেই। ফেক আইডি থেকে এ ধরনের স্ট্যাটাস দেয়া হয়েছে। 

বিএসএমএমইউর প্রস্তুতি বিষয় উপাচার্য বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। এখন প্রর্যন্ত এ ধরনের কোনো রোগী পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তবে আমরা আলাদা ইউনিট করে পরিপূর্ণ আইসোলেশনের ব্যবস্থা করবো।

এদিকে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে গত শনিবার (২১ মে) দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh