অপরাজিতই রইলেন মুশফিক

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২২, ০১:৩৮ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে একাই লড়াই চালিয়ে গেছেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে একাই লড়াই চালিয়ে গেছেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের দৃঢ়তায় অল আউট হওয়ার আগে ৩৬৫ রান করেছে টাইগাররা।

প্রথম দিনের শুরুটা দুঃস্বপ্নের হলেও দ্বিতীয় দিনের সকালের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। কিন্তু বেশিক্ষণ সেটি ধরে রাখতে পারেননি লিটন দাস। দিনের অষ্টম ওভারে সাজঘরের পথ ধরেন ক্যারিয়ারের সেরা ইনিংস খেলা এ উইকেটরক্ষক ব্যাটার।

১৪১ রান করা লিটনের বিদায়ে ভাঙে মুশফিকের সাথে তার ২৭২ রানের ইতিহাস গড়া জুটি। তিনি ফেরার পর একই ওভারে আউট হয়ে যান প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। 

দ্রুত দুই উইকেট হারানোর পর তাইজুলকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মুশফিক। মুশফিক-তাইজুল মিলে গড়েন ৪৯ রানের জুটি। তবে ১৫ রানে তাইজুল ফেরার পরপরই রানের খাতা খোলার আগে বিদায় নেন খালেদ আহমেদ। দুজনকে একই ওভারে আউট করেন আভিষ্কা ফার্নান্দো

পরে এবাদত হোসেনকে সাথে নিয়ে প্রথম সেশনের বাকী সময়টা সামলান মুশফিক। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৯ উইকেটে ৩৬১ রান।

লাঞ্চ থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। শুন্য রানে এবাদত হোসেন রান আউট হলে টাইগারদের অগ্রযাত্রা থেমে যায়। অন্যপ্রান্তে ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh