ইরানে ১০তলা ভবন ধসে ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২২, ০২:৫০ পিএম | আপডেট: ২৪ মে ২০২২, ০৩:১৯ পিএম

ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন ৮০ জন। ছবি- রয়টার্স

ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন ৮০ জন। ছবি- রয়টার্স

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরে একটি ১০ তলা ভবন ধসে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ৮০ জন।

আজ মঙ্গলবার (২৪ মে) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে স্থানীয় সময় গতকাল সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় খুজেস্তান প্রদেশের রাজধানী আবাদানে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের আংশিক ধসে পড়ে।

সারকারিভাবে মৃতের সংখ্যা চার বললেও স্থানীয় গণমাধ্যম বলছে মারা গেছেন পাঁচজন। ৮০ জন আহত হয়েছেন বলে বলা হচ্ছে। ধসে পড়ার কারণ তদন্ত করা হচ্ছে।

ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র মুজতাবা খালেদি বলেছেন, ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, শহরটির ব্যস্ত এলাকা আমিরি স্ট্রিটে অবস্থিত মেট্রোপোল কমার্শিয়াল নামে ভবনটিকে ওই সময় ১৫০ জনের বেশি লোকজন ছিলেন।

তবে এটি কী কারণে ধসে পড়েছে এ বিষয়ে এখনও তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ভালিপওর বলেছেন, স্থানীয় গণমাধ্যম ধারণা করছে— এখনও ভবনটির ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৮০ জন চাপা পড়ে আছে।

আহতদের রক্ত দিতে স্থানীয় হাসপাতালের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে লোকজন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh