ইভিএম নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার সময় এখনো আসেনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৩:১৭ পিএম | আপডেট: ২৪ মে ২০২২, ০৩:১৭ পিএম

নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার সময় এখনো আসেনি। ইভিএমে পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। ইভিএম নিয়ে আমার কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। কোনো চাপের মুখে আমরা মাথা নিচু করছি না। আমরা প্রহসনের নির্বাচন করতে চাই না।

আজ মঙ্গলবার (২৪ মে) সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এসব কথা বলেন সিইসি।

ইভিএমের ব্যবহার নিয়ে তিনি বলেন, মাত্র পাঁচ-সাতদিন আগে সবাইকে চিঠি দিয়ে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানানো হয়েছে। আরো কয়েকটি বৈঠক করে ইভিএম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই।

এসময় সিইসি দাবি করেন, ইভিএমের ত্রুটি শনাক্ত করতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষণার মতো কোনো ‘উদ্ভট’ কথা তিনি বলেননি।

এসময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

সম্প্রতি নির্বাচন কমিশনার আনিছুর রহমান মাদারীপুরে গিয়ে বলেছিলেন, ‘ইভিএমে ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন সিইসি।’

এ বিষয়টি নিয়ে দল ও নানা মহলে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল। 

তিনি বলেন, ‘সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন’- এটি একটি উদ্ভট কথা। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না।

নির্বাচন কমিশনার আনিছুরের পক্ষে অবস্থান নিয়ে কাজী হাবিবুল বলেন, এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। ইভিএম যারা তৈরি করছেন তাদের মধ্য থেকে কেউ তার ভালোবাসা-উচ্ছ্বাস প্রকাশ করে ওই কথা বলতে পারেন। সেখান থেকে জিনিসটা এসেছে।

কিছুটা স্মৃতিভ্রম হয়ে নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলারের কথা বলতে পারেন বলেও মন্তব্য করেন সিইসি।

কাজী হাবিবুল বলেন, এটা কমিশনের বক্তব্য নয়। কমিশনের কোনো কর্মচারীও একথা বলেননি, কমিশনার তো দূরের কথা। মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে আমরা খেই হারিয়ে ফেলি। কমিশনকে অপদস্থ করার জন্য বা সিইসিকে অপদস্থ করার জন্য তিনি ওই কথা বলেননি। কথাটা আসলে কিছুটা স্মৃতিভ্রমভাবে হয়েছে বলে আমি বিশ্বাস করি।

নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করে সিইসি বলেন, ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়, শুরুতে যদি বিনষ্ট হয়ে যায় তাহলে জনপ্রত্যাশিত নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে।

নির্বাচন কমিশনার আনিছুরের বক্তব্যের সাথে সমর্থন জানিয়ে ‘দিনের ভোট দিনেই হবে’ বলে উল্লেখ করে কাজী হাবিবুল বলেন, ভোট তার নিয়মানুযায়ী হবে, দিনের ভোট দিনেই হবে। ভোট রাতে হবে না। 

ইভিএম নিয়ে বক্তব্য আসার পর বিএনপি নেতাদের সমালোচনাকেও ইতিবাচকভাবে দেখেন বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh