বান্দরবানে মিয়ানমারের ৪০টি গরু আটক

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৪:২৭ পিএম

অবৈধভাবে মিয়ানমার থেকে নিয়ে আসা ৪০টি গরু। ছবি: বান্দরবান প্রতিনিধি

অবৈধভাবে মিয়ানমার থেকে নিয়ে আসা ৪০টি গরু। ছবি: বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্তবর্তী সড়ক পোয়ামুহুরী এলাকা থেকে অবৈধভাবে মিয়ানমার থেকে নিয়ে আসা ৪০টি গরু আটক করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৪ মে) রাতে অভিযান চালিয়ে চোরাপথে আসা এসব গরু আটকের কথা জানিয়েছেন বিজিবি।

আলীকদম বিজিবি ৫৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, আলীকদম উপজেলার সীমান্ত সড়ক দিয়ে অবৈধভাবে গরু চোলাচালান হচ্ছে খবর পেয়ে মঙ্গলবার রাতে উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার এলাকায় একটি চেক পোস্ট বসায় বিজিবি। এ খবর পেয়ে চোরাকারবারিরা গরুগুলো সড়ক পথে না এনে পাহাড়ি জঙ্গল পথ দিয়ে নিয়ে আসার চেষ্টা করে।

এসময় চোরাকারবারিদের দল অনুসরণ করে রাত ২টার দিকে মিয়ানমার থেকে নিয়ে আসা এই ৪০টি গরু আটক করা হয়। আটক ৪০টি গরু বান্দরবান কাস্টমের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সড়ক পথ দিয়ে আসা যেকোনো চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে জানান বিজিবির এই কর্মকর্তা।

তার আগে ৮ মে উপজেলা প্রশাসন আলীকদম-পোয়ামুহুরী সড়ক থেকে মিয়ানমার থেকে নিয়ে আসা ২টি ট্রাকে করে ২৫টি গরু ও পাচারকারী একজনকে আটক করা হয়েছিল বলে জানান বিজিবি কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh