বাগদাদ বিমানবন্দরে মার্কিন ঘাটিতে ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৬:৩১ পিএম

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৪ মে) সকালে বিমানবন্দরের কাছের একটি বিজয় স্তম্ভকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হামলার সাথে সাথেই ওই এলাকায় বিপদ সতর্কতা সাইরেন বেজে ওঠে। এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়।

ওই ঘাটিতে আমেরিকানদের পাশাপাশি ইরাকি কর্মীসহ আন্তর্জাতিক বাহিনী রয়েছে।

গত কয়েকমাস ধরেই ইরাকে মার্কিন সেনাদের সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।

ইরাকি পুলিশ সূত্র রয়টার্সকে জানিয়েছে, জানুয়ারির শেষের দিকে বিমানবন্দর লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরমধ্যে তিনটি কম্পাউন্ডের ভিতরে অবতরণ করে। অপর তিনটি অব্যবহৃত বেসামরিক বিমানের ওপরে পড়ে ক্ষতি করে।

এর আগে জানুয়ারির শুরুতে বাগদাদের পশ্চিমে মার্কিন বাহিনীর হোস্টিং আইন আল-আসাদ বিমান ঘাঁটির কাছে যাওয়ার সময় ইরাকি বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন গুলি করে বিদ্ধস্ত করে।

ইরাকে এসব হামলার জন্যে ইরান-সমর্থিত দলগুলোকে দায়ী করে থাকে যুক্তরাষ্ট্র।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh