মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৯:২৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মেক্সিকোর সেলায়া শহরের দুটি বার ও একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক জন।

স্থানীয় সময় গতকাল সোমবার (২৩ মে) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

মেক্সিকান সংবাদপত্র এল ইউনিভার্সাল জানিয়েছে, গুয়ানাজুয়াতো রাজ্যে প্রায় ১৫ জন বন্দুকধারী হামলায় অংশ নিয়েছিল। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। আততায়ীরা হামলায় মোলোটভ ককটেলও ব্যবহার করেছিল।

নিউজ ওয়েবসাইট সিন এমবারগো জানিয়েছে, ঘটনাস্থলে একটি কার্ডবোর্ডের টুকরো পাওয়া গেছে। এতে যে বার্তা লেখা ছিল তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রতিদ্বন্দ্বী মাদক কারবারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

গুয়ানাজুয়াতো মেক্সিকোর সবচেয়ে সহিংসপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। এখানে বিভিন্ন মাদককারবারী গ্রুপ নিজেদের আধিপত্য বিস্তারের জন্য একে অপরের ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh