মুখ ঢেকে টিভি পর্দায় এলেন পুরুষ উপস্থাপকরাও

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৯:৫৮ পিএম

আফগানিস্তানের পুরুষ উপস্থাপকরাও মুখ ঢেকে টিভি পর্দায় আসছেন। ছবি- দ্যা গার্ডিয়ান

আফগানিস্তানের পুরুষ উপস্থাপকরাও মুখ ঢেকে টিভি পর্দায় আসছেন। ছবি- দ্যা গার্ডিয়ান

আফগানিস্তানের টেলিভিশনের নারী উপস্থাপকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে মুখে ঢেকেছেন পুরুষ উপস্থাপকরা।

আজ মঙ্গলবার (২৪ মে) দ্যা গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা প্রকাশ্যে চলাফেরা কিংবা উন্মুক্ত অনুষ্ঠানে হাজির হওয়ার সময় নারীদের মুখমণ্ডল ঢেকে রাখার নির্দেশ জারি করেন। 

দেশটির ধর্ম প্রচার ও অনৈতিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় গত সপ্তাহে টেলিভিশনের নারী উপস্থাপকদের মুখমণ্ডল ঢেকে রাখার নির্দেশ দেয়। 

কিন্তু তোলো নিউজ, শামশাদ টিভি এবং ওয়ানটিভির নারী উপস্থাপকরা সেই নির্দেশ উপেক্ষা করে শনিবার চেহারা খোলা রেখে উপস্থাপনা করেন। পরের দিনই তারা মুখে ঢেকে টেলিভিশনের পর্দায় হাজির হন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক উপস্থাপক দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, গত দুদিন ধরে তিনি ও তার অন্য পুরুষ সহকর্মীরা মাস্ক পরে কাজ করছেন। 

তিনি বলেন, ‘মাস্ক পরে কাজ করা বিরক্তিকর। আমি যখন মাস্ক পরে কাজ করি তখন মনে হয়, কেউ যেন আমার গলা চেপে ধরেছে এবং আমি কথা বলতে পারছি না।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh